English

৮টার পর দোকান বন্ধ না হলে যে ব্যবস্থা

৮টার পর দোকান বন্ধ না হলে যে ব্যবস্থা
সারাদেশ

আজ সোমবার (২০ জুন) রাত ৮টার পর দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন।দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তারা রাতে দোকানপাট বাজার পরিদর্শনে তদারক দল পাঠাবেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘আমরা আমাদের সিটি করপোরেশনের ৯২টি বাজারে পরিদর্শন টিম পাঠাবো। তারা বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করবেন।তিনি আরও বলেন, কেউ দোকান বন্ধ না রাখলে সরকারের জননিরাপত্তা বিভাগ ব্যবস্থা নেবে। এমন নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে।

উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেছেন, ‘আমরা রাতে পরিদর্শক দল পাঠাবো বাজার   দোকানপাট বন্ধ করা হয়েছে কিনা দেখতে। যেসব স্থাপন খোলা রাখা হবে তাদের তালিকা হবে। তিনি আরও জানিয়েছেন, আপাতত শুধু প্রচার প্রচারণায় গুরুত্ব দেওয়া হবে। কাউকে জেল-জরিমানা করবে না।