আশীষ সাহা: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
বিজয়নগরে হরষপুর- মির্জাপুর সড়ক সংস্কারের অভাবে নিত্যদিন সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের আর এই সড়ক যেন ধান চাষের উপযুক্ত হয়ে উঠেছে দিনে দিনে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর থেকে মির্জাপুর সড়কের বর্তমানের অবস্থা যেন মরণফাঁদে সড়ক হিসেবে পরিনত হয়েছে । প্রয়োজনীয় সংস্কারের অভাবে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন। এতে করে যাত্রীদেরা ভোগান্তির শিকার হচ্ছে সীমাহীন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোথাও পিচ ঢালাই আছে, আবার কোথাও নেই। এতে বৃষ্টির জলে সৃষ্টি হয়েছে বিভিন্ন গর্ত আর গর্ত । দিন দিন এই সড়ক ভয়ানক রুপ আকার ধারণ করছে। বৃষ্টির জলে আর কাদায় একাকার ধারণ করেছে সড়কটি। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় বিভিন্ন ধরনের দুর্ঘটনা। আহত হচ্ছেন যাত্রীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। এ মরণফাঁদ চিত্র যেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর থেকে মির্জাপুর সড়কের। একমাত্র প্রয়োজনীয় সংস্কারের অভাবে উপজেলার গুরুত্বপূর্ণ হরষপুর থেকে মির্জাপুর সড়কটিতে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন আখাউড়া স্থলবন্দর, বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কটির বেহাল দশার কারণে যাত্রীদের প্রতিদিন এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্তমানে সড়কটির পাইকপাড়া, বাগদিয়া, পাঁচগাও, সোনামুড়া এলাকাসহ বিভিন্ন স্থানে বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এসব গর্তে পড়ে যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। অল্প বৃষ্টিতে রাস্তাটি কাদা আর পানি জমে নর্দমার পরিণত হয়। গর্তের মধ্যে পানি জমে একাকার হয়ে পড়েছে। অনেক সময় এই বেহাল সড়কে চলাচলরত গাড়ির চাকাগুলো গর্তে পড়ে যানবাহনগুলো আটকে যাচ্ছে। পরে যানবাহন থেকে যাত্রীরা নেমে ধাক্কা দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের মোঃ আবদুল মতিন বলেন, রাস্তাটির অবস্থা খুবই ভয়াবহ অবস্থা রাস্তাটি বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মনে হয় মাছ চাষের উপযুক্ত । আমার স্ত্রী কে নিয়ে চরম ভোগান্তিতে শিকার হতে হয়েছে, কারন আমার পরিবার ছিল গর্ভবতী অবস্থায় তাকে আমি বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে কি ধরনের সমস্যা পড়তে হয়েছে তা আমি ছাড়া আর কাউকে বুঝাতে পারবনা। তিনি জুড়ালো ভাবে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্যে সংশ্লিষ্টদের কাছে বিশেষ দাবি জানান।
এ রাস্তায় যান চালাতে গিয়ে প্রতিদিন দুর্ভোগে শিকার হন সিএনজি চালক ফারুক তিনি বলেন, রাস্তা খারাপ থাকায় প্রতিদিনই ছোটখাট দুর্ঘটনা ঘটে। যাত্রী নামিয়ে ধাক্কা দিয়ে গাড়ি পার করতে হয়। এতে করে গাড়ির বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্যে সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।
বিজয়নগর হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার রহমান ভূইয়া সড়কটির ভয়াবহ অবস্থা কথা স্বীকার করে বলেন, দুর্ভোগে ভরা এই সড়কে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। রাস্তার অবস্থা বেহাল। এতে করে জনগণ খুবই কষ্ট করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ করার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ভূঁইয়া বলেন, সড়কটির সংস্কারের টেন্ডার ও বরাদ্দ হয়ে ঠিকাদার কাজ শুরু করছিল। ঠিকাদারীর সমস্যার কারণে কাজ বন্ধ রেখেছে। ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই ঠিকাদার কাজ শুরু করবে।
নিয়মিত পথচারী বিজয়নর উপজেলার বাসিন্দার মোঃ আলমগীর মিয়া ও মোঃ মহিউদ্দিন বলেন, সড়কটির ভয়াবহ অবস্থা কথা স্বীকার করে বলেন, দুর্ভোগে ভরা এই সড়কে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। রাস্তার অবস্থা বেহাল। এতে করে জনগণ খুবই কষ্ট করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।বিশেষ করে পাইকপাড়া, বাগদিয়া, পাঁচগাও, সোনামুড়া এলাকাসহ বিভিন্ন স্থানে বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এসব গর্তে পড়ে যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
আর বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার নেওয়ার সাধারণ রোগীদের ভোগান্তি সীমাহীন। তিনি দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ করার সংশ্লিষ্টদের প্রতি বিশেষ দাবি জানান।