English

ভারতে সম্মাননা পেলেন সাংবাদিক বিশ্বজিৎ পাল ও জুটন বনিক

ভারতে সম্মাননা পেলেন সাংবাদিক বিশ্বজিৎ পাল ও জুটন বনিক
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যই" সমাজ উন্নয়নে বিভিন্ন ধরনের ভূমিকা  নৈতিকভাবে দায়িত্ব পালন করাই ও সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখায় ভারত থেকে সম্মাননা পেলেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু ও ভোরের কাগজ আখাউড়া প্রতিনিধি জুটন বনিক। 

টেলিভিশন চ্যানেলটির ২২ বছর পুর্তি উপলক্ষে বাংলাদেশের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও জুটন বনিক সহ সেই দেশের ২৩জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে গত ১৫ ও ১৬ জুলাই ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্রভবনে দু’দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সেখানেই বিশ্বজিৎ পাল বাবুকে সম্মাননা তুলে দেওয়ার কথা জানানো হয়। তবে সময়মতো ভিসা না পাওয়ায় বিশ্বজিৎ পাল বাবু ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিশ্বজিৎ পাল বাবু’র ও জুটন বনিকের এমন প্রাপ্তিতে সুশীল সমাজসহ সাংবাদিকবৃন্দ তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। বিটিভির এ আয়োজনে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা. মো. আবু সাঈদ, সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকারকে দেওয়া হয় এই সম্মাননা। 

গত শুক্রবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় টেলিভিশন ভুবনেশ্বরী টেলিভিশনের (বিটিভি) পক্ষ থেকে এর স্বত্বাধিকারি মনীষা পাল চৌধুরী  সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ের এ অনুষ্ঠানিক আয়োজনে চ্যানেলের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।