ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ:
"গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল এর আয়োজনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা।
বৃহস্পতিবার সকালে শাহনেয়ামতুল্লাহ কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো: শাহজামান হক। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জনাব ডা: মো: মাসুম সাহেব, ট্রাফিক ইন্সপেক্টর জনাব মো: হামিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জনাব আইয়ুব আলী, বিআরটিএ'র মোটরযান পরিদর্শক জনাব মো: সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক জনাব আবু হুজাইফা, বিআরটিএ এর কর্মচারীবৃন্দ।
সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সাইন, গাড়ি রক্ষণাবেক্ষণ, মাদকের কুফল, শব্দ দূষণ রোধ, যাত্রীদের প্রতি আচরণ এবং সচেতনতার সাথে সড়ক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ৭৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
ডিসিটি/ওএল/এসএমকেএন/শেষ