English

কাজেম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কাজেম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
সারাদেশ

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জঃ

 

চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলারচর দেবীনগর ইব্রাহিম মন্ডলের টোলা ব্যানারে চর দেবীনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন দেবীনগর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ইসমাইল হোসেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ডা. কাজেমের চাচাতো ভাই মো. আনোয়ারুল হক, আলাতুলি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম, দারুল আসহাব হাফেজিয়া মাদরাসার সুপার আব্দুল বারী, চর দেবীনগর জামে মসজিদের ইমাম ফুরকান আলী, গোদাগাড়ী হরিণবিসকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আখতারুজ্জামান, এলাকাবাসী কাবীরুল ইসলাম।

 

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, নিহত ডা. কাজেমের প্রতিবেশী স্বজনরা অংশ নেন।

 

মানববন্ধনে হত্যার ১৯ দিন পরেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।

 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে রাজশাহীতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে নগরীর বর্নালী মোড় এলাকায় দুর্বৃত্তরা ডা. গোলাম কাজেম আলীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



DCT/OL/SMKN/END