English

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় তিন সাংবাদিক হামলার শিকার

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায়  তিন সাংবাদিক  হামলার শিকার
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং প্রেক্ষিতে  ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। আর সেই অভিযান চলাকালে সাথে থাকায় হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক তারা হলেন, দৈনিক যায়যায়দিন  আখাউড়া উপজেলার প্রতিনিধি হান্নান খাদেম, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রুবেল আহমেদ, দেশ রূপান্তর প্রতিনিধি জালাল হোসেন মামুন

শনিবার (১ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে আখাউড়ায় পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই হামলার শিকার তিন সাংবাদিকদরা ভ্রাম্যমান আদালতের অভিযান  চলাকালে সাথে থাকায় তাদের উপর বর্বরতা হামলা চালানো হয়।
 
এ ঘটনায় রুবেল আহমেদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। হামলায় জড়িত পাঁচজনকে পুলিশ  আটক করেছে বলে খবর পাওয়া গেছে।  

জানা যায, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বাজার মনিটরিং করতে বিশেষ অভিযান পরিচালনা করেন।  এ সময় সড়কে অবৈধভাবে মোটর সাইকেল পার্কিং করায় তিন মোটর সাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে শহরের সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।  


অভিযানকালে পেশাগত কাজে  সাংবাদিক  হান্নান খাদেম, জালাল হোসেন মামুন অমিত হাসান ও হাসান মাহমুদ পারভেজ উপস্থিত ছিলেন।  পরে বিকাল সাড়ে তিনটার দিকে সাংবাদিক হান্নান খাদেম, মামুন ও রুবেল  ফল কেনার জন্য বাজারে  গেলে  তাদের দেখে সোহাগ মিয়া উত্তেজিত হয়ে বলেন 'তোদের কারণে  আমার জরিমানা হয়েছে' এ কথা বলেই সোহাগ মিয়া ও দোকানের কর্মচারীসহ  ৭/৮ জন তাদের  উপর হামলা করে মারধর  শুরু করে। হামলায় রুবেল আহমেদ গুরুতর আহত হয়। তারপর বাজারের  পথচারীরা এগিয়ে এসে  তাদের রক্ষা করেন।

এ বিষয়ে আখাউড়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায়  পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।