English

বিজয়নগর জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মশালা অনুষ্ঠিত

বিজয়নগর জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মশালা অনুষ্ঠিত
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি:

‘‘ মজবুত হলে পুষ্টির ভিত  স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মশালা অনুষ্ঠিত হয় ।

শনিবার (২৪ শে জুন) সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মশালা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো: মাছুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পুষ্টি সেবা লাইন ডিরেক্টর অধ্যাপক ডা: মিজানুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন, কৃষি কর্মকর্তা জুনায়েদ আল সাদি,প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মুছা আনছারী,সাংবাদিক সাদেকুর রহমান,রুবেল মিয়া প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকরা কর্মশালায় অংশ নেয়।

কার্যবিবরণী তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো: মাছুম তিনি বলেন, বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে এ পুষ্টি সপ্তাহ পালন করা হবে।  মাতৃ পুষ্টি অর্থাৎ হাসপাতালে আগত গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ। হাসপাতালে শিশু কর্ণারে যত শিশু আসবে তাদের নিয়ে শিশু পুষ্টির আলোচনা। প্রবীণ পুষ্টি, এই দিনে হাসপাতালের আগত প্রবীণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।  একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুষ্টির যে চাহিদা তা পৌঁছে দেওয়ার জন্য এবারের পুষ্টি সপ্তাহে পরিকল্পনা হাতে নিয়েছি।