আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লালবাজার এলাকায় ভূমি অফিস সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পৌরশহরের লালবাজার এলাকায় ভূমি অফিস সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সকালে স্থানীয় লোকজন ভূমি অফিসের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, সে ভবঘুরে ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন।