English

আখাউড়ায় পত্রিকার হকার আবুল মিয়াসহ ২৯ জন পেলেন আর্থিক সহায়তার চেক

আখাউড়ায় পত্রিকার হকার আবুল মিয়াসহ ২৯ জন পেলেন আর্থিক সহায়তার চেক
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রোগে আক্রান্ত পত্রিকার হকার আবুল মিয়াসহ ২৯ জন দরিদ্র রোগীকে ১৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে আখাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে  নির্বাহী কর্মকর্তার অফিস রুমে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহযোগিতার আওতায় ২৯ জন গরিব অসহায় রোগীকে এককালীন অনুদানের প্রতি ৫০ হাজার টাকা করে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আখাউড়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রোগে আক্রান্ত অনুদানের চেক পাওয়া পত্রিকার হকার আবুল মিয়া বলেন,আমি ৪৫ বছর যাবত আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, সাপ্তাহিক পত্রিকা বিক্রি করে আসছি। আর এসব পত্রিকা বিক্রি করে মাসে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা উপার্জন করি। বয়স যখন আমার ২৫ বছর- তখন থেকেই আমি শারীরিক মানসিক বিভিন্নভাবে  অসুস্থতা মধ্যেই দিনযাপন করতাম। রুদ্র বৃষ্টিতে ভিজে ভিজে পর্যন্ত পত্রিকা বিক্রি করতাম উপজেলা বিভিন্ন স্থানে। এরই মধ্যে গতবছর স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলাম । বর্তমানে আমি খুবই অসুস্থ। চিকিৎসক আমাকে পরিশ্রম না করতে এবং বিশ্রামে থাকার পরামর্শ দেন। অসুস্থ হওয়ার পর থেকে পত্রিকা বিক্রি বন্ধ রয়েছে। অভাব অনটনে থাকায় নিয়মিত ওষুধ কিনে খেতে পারছিনা। অসুখের কারণে ভালোভাবে হাঁটতেও পারছি না। কয়েক মাস আগে উপজেলা সমাজ সেবা অফিসে সাহায্যের জন্য আবেদন করেছিলেন আজকে ৫০ হাজার টাকার চেক পেয়েছি। চেক পাওয়ার পর আবুল মিয়া স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রোগ আক্রান্তে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মো. নূরুল ইসলাম চৌধুরীসহ চেক পাওয়ার পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।