English

সেরা স্বাস্থ্যসেবা এখন আপনার পাশেই

সেরা স্বাস্থ্যসেবা এখন আপনার পাশেই
স্বাস্থ্য

শনিবার (১৪ মে) এ ৫৪, বারাকাত হ্যাভেন রোড-৪/এ, ৪র্থ তলা, ধানমন্ডি, ঢাকা (ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিপরীতে) ভি.এল.সি.সি তাদের নতুন শাখা উদ্বোধন করেছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অপু বিশ্বাস । 

প্রাণবন্ত পরিবেশ, আড়ম্বরপূর্ণ সাজসজ্জার পাশাপাশি VLCC এর সকল কেন্দ্রগুলোতে রয়েছে উচ্চ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ কর্মীবাহিনী যারা খুবই বন্ধুত্বপূর্ণ এবং অমায়িক। আপনার সমস্ত চাহিদা মেটাতে এটি বিস্তৃত পরিসরে বিভিন্ন ধরণের সৌন্দর্য সেবা প্রদান করছে। পুরুষ এবং মহিলা উভয়ের চাহিদা পূরণে VLCC তে রয়েছে উদ্ভাবনী এবং আকর্ষণীয় সব প্যাকেজ। এটি স্লিমিং, বিউটি অ্যান্ড গ্রুমিং, ডার্মাটোলজি, লেজার, চুলের বৃদ্ধি এবং ডিএনএ সুস্থতার মতো চিকিৎসা প্রদান করে থাকে। এর সর্বাধিক জনপ্রিয় সেবাগুলির মধ্যে ভিএলসিসি বিবাহের মেকআপ অন্যতম। স্বাস্থ্য সেবাগুলি ছাড়াও এতে রয়েছে সৌন্দর্য পণ্যের বিপুল সমাহার যা অগণিত গ্রাহকদের দ্বারা ব্যবহৃত এবং সমাদৃত। 

গুলশান কেন্দ্রের পাশাপাশি ভিএলসিসি’র ধানমন্ডি কেন্দ্রটিতেও থাকছে বিভিন্ন ধরণের প্রিমিয়াম সেবা। এটি ন্যায্য মূল্যে উন্নত সেবা প্রদান করবে। বহুবিধ সেবা প্রদানের মাধ্যমে VLCC আপনার ওজন নিয়ন্ত্রণ এবং সৌন্দর্য্য বাড়ানোর স্বপ্ন বাস্তবায়নে প্রত্যাশী।


সৌন্দর্য ও সুস্থতাকে সহজলভ্য করার প্রয়াসে ধানমন্ডি, বাংলাদশে নতুন করে যাত্রা শুরু করা ভিএলসিসি সেন্টার সকলকে স্বাগত জানায় কার্যকরী এবং অসামান্য চিকিৎসা এবং থেরাপির অভিজ্ঞতা নেয়ার জন্য। VLCC আপনাকে সেবা প্রদানের অপেক্ষায় আছে।

ভিএলসিসি ওয়েলনেসঃ ১৯৮৯ সালে মিসেস বন্দনা লুথরা দ্বারা প্রতিষ্ঠিত VLCC একটি বিখ্যাত সুস্থতা এবং সৌন্দর্য সেবা এবং পণ্যের প্রতিষ্ঠান, যা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) অঞ্চল  এবং পূর্ব আফ্রিকার ১২টি দেশের ১৪৩টি শহরের ৩১০টি স্থানে ব্যবসা পরিচালনা করছে। “জীবনের পরিবর্তন” এই শ্লোগানে অনুপ্রানিত হয়ে যাত্রা শুরু করা VLCC-এর লক্ষ্য হল আত্ম-রূপান্তরকে অনুপ্রাণিত করা, দেহের ইতিবাচকতাকে লালন করা এবং সারা জীবন সুস্থতার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা। VLCC ব্র্যান্ডটি গত 30 বছর ধরে ভারতে ওয়েলনেস অ্যান্ড বিউটি সেবার সাথে যুক্ত রয়েছে এবং বর্তমানে এটি অনেক বিস্তৃত পরিসরে তার ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। 

আর বাংলাদেশে ভি.এল.সি.সি সেই ২০১০ সাল থেকে অনবরত সাফল্যের সাথে সেবা প্রদান করে যাচ্ছে।