English

শনাক্তের হার আবারও ১ শতাংশ ছাড়ালো

শনাক্তের হার আবারও ১ শতাংশ ছাড়ালো
স্বাস্থ্য জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। বেশ কয়েকদিন ধরে শনাক্তের হার ০ দশমিক ৬০- এর নিচে ছিল। গতকাল তা বেড়ে ০ দশমিক ৮০ শতাংশে পৌঁছায়। আজ তা আরও বেড়ে ১ শতাংশ ছাড়িয়ে গেলো।

মঙ্গলবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন।

এ দিন সুস্থ হয়েছেন ৪২৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪ হাজার ৪৫৭ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার  ৮৩০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৩৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৪ শতাংশ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।