English

সুস্বাস্থ্যের জন্য পান করুন গ্রিন টি

সুস্বাস্থ্যের জন্য পান করুন গ্রিন টি
স্বাস্থ্য

সুস্বাস্থ্যের জন্য গ্রিন টি খুবই কার্যকরী। চা কফির পাশাপাশি গ্রিন টি বর্তমানে বেশ জনপ্রিয়। তবে আমাদের সবার ধারনা গ্রিন টি শুধু মাত্র ওজন কমাতে সাহায্য করে। তবে ওজন কমানোর পাশাপাশি এর রয়েছে আরও অনেক কার্যকরী গুন, যা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকার।

আসুন জেনে নেই গ্রিন টির কার্যকরিতা সম্পর্কে-

১. গ্রিন টি পান করলে চুল ও ত্বক থাকে সতেজ ও সুন্দর। এমনকি ত্বকে ব্রণের সমস্যা দূর করে করে গ্রিন টি।

২. অ্যালার্জির সমস্যা সমাধানে অনেক উপকারী গ্রিন টি।

৩. রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে গ্রিন টি

৪. ডিপ্রেশন কমাতে সহায়তা করে গ্রিন টি

৫. ক্যানসার প্রতিরোধে গ্রিন টি বেশ উপকারি।

৬. শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে গ্রিন টি

৭. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে গ্রিন টি।

৮. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে গ্রিন টি

৯. শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যও খুব সহায়ক গ্রিন টি

১০. গ্রিন টি হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।