পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক এর বিরুদ্ধে চরম স্বেচ্চাচারিতা,
সংগঠন ও গঠনতন্ত্র বর্হিভূত কর্মকান্ড
পরিচালনার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের বহু সংখ্যক
পরিক্ষিত, ত্যাগী নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন
খানের এসব কর্মকান্ডে দলীয় ভাবর্মর্তি ও শৃঙ্খলা ভেঙ্গে পড়ায় উপক্রম হয়েছে বলে
অভিযোগ করেণ নেতাকর্মীরা। সোমবার (১৮ জুলাই) দুপুর ১ টার দিকে নাজিরপুর উপজেলা
আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নির্জন কান্তি বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন সাধারণ সম্পাদক
মোশরেফ হোসেন খান তার একক নেতৃত্বে প্রভাব খাটিয়ে দল পরিচালনার উদ্দেশ্য নিয়ে
অদ্যাবদি পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি নির্ধারনের জন্য কোন সভা আহব্বান করেননি।
সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ করে তিনি বলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতির
একছত্র প্রভাব খাটিয়ে উপজেলা পর্যায়ে,
ইউনিয়ন এমকি ওয়ার্ড কমিটি গঠনের নামে
প্রকৃত ত্যাগী আওয়ামীলীগের নেতাকর্মিদের অগোচরে বিএনপি-জামায়াতের লোকজনদেরকে পদ
পদবী দিয়ে কমিটি বানানোর চেষ্টা করা হচ্ছে।
এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন
খান একসময় জাতীয়পার্টির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। স্বৈরাচারি
এরশাদ আমলে তার নেতৃত্বে আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের উপর পুলিশ এবং জাতীয়
পার্টির পেটুয়া বাহীনি দিয়ে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি
সেই জাতীয় পার্টি থেকে আসা কয়েকজন চিহ্নিত ব্যক্তিকে নিয়ে গঠনতন্ত্র ও দলীয়
শৃঙ্খলা পরিপন্থি ভাবে উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম তার বাসায় বসে পরিচালনা করে
আসছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সরকারি
জমি দখল, ইউপি নির্বাচনে পছন্দের লোকদের নৌকা প্রতীক পাইয়ে দিতে আর্থিক
লেনদেন সহ গুরুত্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম ফরাজী, সাংগঠনিক
সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার ও হাবিবুর রহমান, কৃষি
ও সমবায় সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন,
তথ্য ও গবেষনা সম্পাদক কৃষ্ণকান্ত
মজুমদার, তথ্য ও সমাজকল্যান সম্পাদক সুখরঞ্জন বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, বন
ও পরিবেশ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ মহশিন সিকদার,যুব
ও ক্রিড়া সম্পাদক মোঃ বখতিয়ার হোসেন,
কৃষি ও সমবায় সম্পাদক মোঃ আলঙ্গীর
হোসেন,সদস্য আফরোজা বিলকিস জাহান,
মাহমুদা হুদা মুন্নি, মাস্টার
মোতাহার আলী হাওলাদার, সুলতান মাহমুদ খান সহ উপজেলা আওয়ামীগের অঙ্গ ও সহযোগী
সংগঠনের র্শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।
সিটি/আরএ/১৮ জুলাই,২০২২