আশীষ সাহা , ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও)র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। আজ শুক্রবার (১৩ মে) দুপুরে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের এলাকায় ১৫ বছর বয়সের এক কিশোরীর বিয়ে আয়োজন চলছে।
এমন খবর পেয়ে দ্রুত বিয়ে বাড়িতে উপস্তিত হন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা। কিশোরীর পরিবারের সাথে কথা বলে বাল্য বিয়ে বন্ধ করানো হয়। এসময় কিশোরীর পিতাকে আইনের আওতায় এনে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
কিশোরীর বয়স ১৮ বছর পৃন্য না হলে বিয়ের কোন পদক্ষেপ নেওয়া যাবে না মর্মে কিশোরীর পিতা - মাতার নিকট থেকে মুচলেকা নেয়া হয়েছে। কিশোরী বাল্য বিয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
সিটি/
দেশ / আরএ