English

ব্রাহ্মণবাড়িয়ার অপহৃত ছাত্রী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার অপহৃত ছাত্রী উদ্ধার
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গত ১৬ মার্চ অপহরণ করা মাদরাসা ছাত্রীকে চট্টগ্রাম জেলার বহদ্দারহাট থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরনকারী কৃষ্ণ কর্মকার-(২৬) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কৃষ্ণ কর্মকার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধীতকুরা গ্রামের চিত্ত কর্মকারের ছেলে।

গত শুক্রবার রাত ৯টার দিকে বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১ এপ্রিল) বিকেলে র‌্যাব-৯, সিলেট কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ওই মাদরাসা ছাত্রী উপজেলার নোয়াগাঁও এলাকায় তার নানা বাড়িতে থেকে মাদরাসায় পড়াশুনা করতো। নবম শ্রেনীর ওই ছাত্রী মাদরাসায় আসা-যাওয়ার পথে কৃষ্ণ কর্মকার প্রায়ই তাকে উত্যক্ত করতো। কৃষ্ণ কর্মকার নোওগাঁও গ্রামের একটি ফার্মেসীতে চাকরি করে। গত ১৬মার্চ ভোর ৫ টার দিকে কৃষ্ণ কর্মকার ওই মাদরাসার ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা গত ৩০ শে মার্চ সরাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

গত শুক্রবার রাত ৯ টার দিকে বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদরাসা ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী কৃষ্ণ কর্মকারকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে সরাইল থানায় হস্তান্তর করা হয়