English

ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ধামরাই সাংবাদিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানব বন্ধন,প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।দেশের অন্যতম শীর্ষ স্থানীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকা মাদক কারবারির বিরুদ্ধে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশের জেড় ধরে প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও  সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রবিবার সকাল এগারটায় ধামরাই উপজেলা চত্তরে ধামরাই প্রেস ক্লাব,রির্পোটারস ক্লাব, অন্যান্য সাংবাদিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানব বন্ধন কর্মসুচি,প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে।

 

রবিবার সকাল এগারটায় ভোরের কাগজের ঢাকার ধামরাই উপজেলা প্রতিনিধি দীপক চন্দ্র পালের সঞ্চালনায় উপজেলা চত্তরে মানব বন্ধন ,প্রতিবাদ সমাবেশ শেষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে কর্মসুচির সমাপ্তি করেছেন। এই কর্মসুচিতে ধামরাইয়ে কর্র্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুুষার,সাধারন সম্পাদক আনিসুর রহমান স্বপন, রির্পোটার ক্লাবের সভাপতি আদনান হোসেন, নাগরিক সমাজের পক্ষ থেকে শিক্ষক নন্দ গোপাল সেন,ভোরের কাগজ প্রতিনিধি দীপক চন্দ্র পাল সহ আরো অনেকই বক্তবৗ রাখেন।