English

পিরোজপুরে অবৈধভাবে মজুদ করা ১০ হাজার ৪০৪ লিটার তেল জব্দ

পিরোজপুরে অবৈধভাবে মজুদ করা ১০ হাজার ৪০৪ লিটার তেল জব্দ
সারাদেশ

পিরোজপুর প্রতিনিধি :

অবৈধভাবে বেশি লাভের আশায় সয়াবিন তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে পিরোজপুরের শ্রীরামকাঠী বাজার এলাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দকৃত তেলের মধ্যে সয়াবিন ৭ হাজার ৫৪৮ লিটার, পাম তেল ২ হাজার ৮৫৬ লিটার তেল ও ৩৪ হাজার টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৫ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন। এসময় জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শ্রীরামকাঠী বাজার এলাকায় ভোজ্যতেল মজুত অবস্থায় পাওয়া যায়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তেল মজুদ এবং গায়ের মূল্য পরিবর্তন করে বোতলজাত তেল বিক্রিয় অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এসময় বোতলজাত সয়াবিন তেল জব্দ করে ভোক্তাদের মাঝে ন্যয্য মূল্যে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।