English

লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে ফেরালেন নাঈম

লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে ফেরালেন নাঈম
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ব্যাটিং করছে শ্রীলঙ্কা। লঙ্কান শিবিরে প্রথম আঘাতটি করেন স্পিনার নাঈম হাসান। দলীয় ২৩ রানে প্রতিপক্ষ অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফেরানে তিনি। এলবি হয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫8 রান করেছে শ্রীলঙ্কা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। আজ রোববার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। বাংলাদেশ তিন স্পিনার আর দুই পেসার নিয়ে মাঠে নামছে। করোনা মুক্ত হয়ে ফিরেছেন সাকিব আল হাসান।

শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতি শোক জানিয়ে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, নিরোশান দিকবেলা (উইকেটরক্ষক), রামেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।