English

সাকিবের অধিনায়ক হওয়া আশীর্বাদ: মাশরাফি

সাকিবের অধিনায়ক হওয়া আশীর্বাদ: মাশরাফি
খেলাধুলা

স্পোর্টস করেসপন্ডেন্ট,

বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে গত কয়েক মাসে বেশ সমালোচনা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়েছেন মুমিনুল হক। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে।

যদিও তাতে বদলায়নি দৃশ্যপট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ হেরেছে বেশ বাজেভাবে। তবে সাকিবকে অধিনায়ক হিসেবে পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিনি বলেছেন, সাকিব যে অধিনায়ক হয়েছে, এটা আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদ। এ কারণে মনে করি টেস্ট ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ও পারফর্মারের হাতে অধিনায়কত্ব থাকা উচিত এবং সেটা আছে। আমি যেটা বললাম, রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না।

সাকিবের হাতে গিয়েছে মানে জিতে যাবো, এটা কোনো ফ্লুক না। আরও ১০ জনকে পারফর্ম করতে হবে। সুতরাং সাকিবকে একটু সময় দিতে হবে। সে জিনিসটাকে গুছিয়ে নিয়ে যখন সামনে অগ্রসর হবে তখন দেখবেন জিনিসটা আস্তে আস্তে হয়েছে। আর সাকিব যেটা কালকে বলেছে হোমে জিততে হবে, এটা কিন্তু অবশ্যই সত্যি কথা।

সাকিবের প্রতি বার্তা দিয়ে মাশরাফি বলেছেন, আমি আগেও বললাম সবচেয়ে অভিজ্ঞ মাথা যাকে আমরা পেয়েছি। সুতরাং সাকিবকে বার্তা দেওয়ার কিছু নাই। সাকিব জানে কীভাবে দল পরিবর্তন করতে হবে। এর আগেও দুইবার সে অধিনায়কত্ব করেছে। আমি মনে করি, সাকিব সব জানে কীভাবে সামলাতে হয়।

আর দ্বিতীয় কথা হচ্ছে পরিকল্পনার বিকল্প কিছু নেই। পরিকল্পনা না করলে অন্তত এই ফরম্যাটে সামনে এগিয়ে যাওয়ার... হ্যাঁ ফ্লুক হয়তো পাবেন একটা-দুইটা ম্যাচ জিতবেন মাঝখানে। কিন্তু গ্রাফটা ওপরের দিকে যাচ্ছে কি না সেটা বুঝতে অনেক সময় লেগে যাবে।