স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। খেলাটা বেশ ভালোই বোঝেন। তবে তিনি যে এখন আর খেলোয়াড় নেই। হয়েছেন ক্রিকেটেরই আম্পায়ার। বলছি কুমার ধর্মসেরা কথা। বর্তমানে তিনি আইসিসির এলিট প্যানেলে রয়েছেন। কিন্তু নিজ দেশের ম্যাচে নিজেকে স্থির রাখতে না পেরে একটি ক্যাচ প্রায় নিয়েই ফেলেছিলেন তিনি !
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় এক দিনের ম্যাচের ঘটনা। ক্রিকেটার সত্ত্বা ভুলতে না পারা এই তারকা অবশ্য শেষ পর্যন্ত ভুল করেননি।
ম্যাচে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি স্কোয়ার লেগে একটি উঁচু শট খেলেন। সেই ওভারে লেগ আম্পায়ারের ভূমিকায় ছিলেন ধর্মসেনা। বলটি তার দিকেই যায়। তবে তিনি নিজেকে ধরে রাখতে না পেরে ক্যাচটি ধরতে যান। যা দেখে অবাক হন ক্যারিও। শেষ পর্যন্ত ধর্মসেনা অবশ্য ক্যাচ ধরেননি। দক্ষ আম্পায়ারের মতোই বলের লাইন থেকে সরে যান।
কিন্তু ধর্মসেনাকে নিয়ে ততক্ষণে আলোচনা শুরু হয়ে যায়। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। তার ক্যাচ ধরতে যাওয়ার ছবি নিয়ে শুরু হয়ে যায় নানা রকম রসিকতা। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ছবি টুইট করে লেখে, ‘ক্যাচ ! আম্পায়ার কুমার ধর্মসেনাকে দেখে মনে হচ্ছে উনিও খেলতে চাইছেন... ধন্যবাদ, উনি শেষ পর্যন্ত ক্যাচ ধরেননি।’