স্পোর্টস ডেস্ক
বিগ হিটিং ফাস্ট বোলার আকাশ দীপ ১৮ বলে ঝড়ো ৫৩ রান করার পরই বিশ্বরেকর্ডে নাম লেখাল বেঙ্গল। কেননা এই ব্যাটার নেমেছিলেন দলের নয় নম্বর ব্যাটার হিসেবে। সেইসঙ্গে তার আগে ৮ ব্যাটার অন্তত হাফসেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে ৯ ব্যাটার ফিফটি স্পর্শ করায় বিশ্বরেকর্ড হলো ভারতের রঞ্জি ট্রফির দলটির।
বেঙ্গল ভেঙে দিয়েছেন ১৮৯৩ সালের রেকর্ড। সেবার সফররত অস্ট্রেলিয়া দল মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ড ও ক্যামব্রিজ ইউনিভার্সিটি দলের বিপক্ষে, যেখানে ৮৪৩ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়া অজি দলটির হয়ে ৮ ব্যাটার পঞ্চাশোর্ধ্ব রান করেছিলেন।
এদিকে চলমান রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে সোমবার মুখোমুখি হয় বেঙ্গল ও ঝারখণ্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বেঙ্গল ৭৭৩ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে দুই ওপেনার অভিষেক রমন ৬১ ও অভিমন্যু ঈশ্বরানা ৬৫ রান করেন।
পরের দুই ব্যাটার অবশ্য সেঞ্চুরির দেখা পান। সুদীপ কুমার ঘারামি ৩৮০ বলে ২১টি চার ও একটি ছক্কায় ১৮৬ রান করেন। আর চার নম্বরে নামা অনুস্তুপ মজুমদার ১৯৪ বলে ১১৭ রান করেন।ব্যাটিং অর্ডার পাঁচে নামেন ভারতীয় জাতীয় দলে খেলা ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরাপা জেতা মনোজ তিওয়ারি। তিনি ৭৩ রান করেন। আর উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোরেলের ব্যাট থেকে আসে ৬৮ রান।
আইপিএলের আরেক চেনা মুখ শাহবাজ আহমেদ ৭৮ রানে আউট হন। আর ৮ ও ৯ নম্বর ব্যাটার সায়ান মণ্ডল ও আকাশ দীপ সমান ৫৩ রানে অপরাজিত থাকেন।