English

বিনা উইকেটে দেড়শ পার করে লাঞ্চে গেল বাংলাদেশ

বিনা উইকেটে দেড়শ পার করে লাঞ্চে গেল বাংলাদেশ
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। যেখানে বিনা উইকেটে দলীয় দেড়শ পার করে লাঞ্চে গেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৪৭ ওভারে ১৫৭ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে এখনো ২৪০ রান পিছিয়ে মুমিনুলরা। তামিম ৮৯ ও জয় ৫৮ রানে অপরাজিত আছেন।

এর আগে টেস্ট ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক তুলে নেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। পরে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও ফিফটির দেখা পান।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই চালিয়ে খেলেছেন তামিম। ৫২ বলে ৩৫ রান নিয়ে দিন শুরু করা তামিম এদিন মাত্র ২১ বল খেলেই ফিফটিতে পৌঁছান। ইনিংসের ২৪ তম ওভারের প্রথম বলেই লেট কাটে রমেশ মেন্ডিসকে সীমানাছাড়া করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম। তার সঙ্গে ক্রিজে থাকা তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই ব্যাট চালাচ্ছেন।

 টেস্টে ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে এই প্রথম ১০০ রান তুলেছে বাংলাদেশ। তামিম-জয়ের এই জুটির আগে ২০১৭ সালের মার্চে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান তুলেছিল বাংলাদেশ, সেটাও ছিল লংকানদের বিপক্ষে।