English

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

উত্তেজনায় ঠাসা রোমাঞ্চর ম্যাচে টাইব্রেকারে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুললো লিভারপুল। ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়েটাইব্রেকারে গড়াল সেখানে ৬-৫ গোলে জিতে নেয় ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময় ছিল গোলশুন্য ড্র। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে দুই দল মিলিয়ে তিনবার পোস্ট ও ক্রসবার কাঁপায়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে অবশ্য আবারও জমে ওঠে লড়াই। চেলসির দ্বিতীয় শট নিতে এসে পোস্টে মেরে বসেন অধিনায়ক সেসার আসপিলিকুয়েতা। লিভারপুলের প্রথম চার শটের সবগুলোই জালের দেখা পাওয়ায় নির্ধারিত পাঁচ শটেই ম্যাচ শেষ হয়ে যেতে পারত; কিন্তু তাদের শেষ শট নিতে আসা মানের প্রচেষ্টা ঠেকিয়ে লড়াইয়ে নতুন করে প্রাণ ফেরান চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদি।

কিন্তু চেলসি সাডেন ডেথের দ্বিতীয় শট নিতে গিয়ে ব্যর্থ হন ম্যাসন মাউন্ট, তার শট ঠেকিয়ে দেন আলিসন। আর কস্তাস সিমিকাসের পরের শটটি জাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে লিভারপুল।

এ জয়ে চলতি মৌসুমে লিভারপুলের কোয়াড্রপল জয়ের আশাও টিকে রইল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা লিভারপুল অবশ্য প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। শেষ দুই ম্যাচে তাদের জিততে তো হবেই, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন ম্যানচেস্টার সিটি হারে।

এদিকে ইংল্যান্ডের ঘরোয়া দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে লিভারপুল এই নিয়ে আটবার চ্যাম্পিয়ন হলো, ২০০৬ সালের পর প্রথম। আর চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতল দলটি। গত ফেব্রুয়ারিতে টমাস টুখেলের দলকেই টাইব্রেকারে হারিয়ে লিগ কাপ জিতেছিল লিভারপুল।

সিটি/ স্পোর্টস / আরএ