English

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক
সারাদেশ রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা 

গতরাতে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে  ০১ টি মটর সাইকেল ০২টি টাচ মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায়  ছিনতাইকারী চক্রের ০২ সদস্য কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 

 

গত  (৩০ সেপ্টেম্বররাত্রী ০৮.৩০ মিনিটে  শিবগঞ্জ থানাধীন শ্যামপুর চামা বাজার হইতে  দক্ষিণে ঈদগাহ এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইকারী দলের অজ্ঞাতনামা / জন ছিনতাইকারী মটর সাইকেল আরোহী দুই ব্যক্তিকে পথরোধ করে ০১টি হিরো ডিলাক্স মটর সাইকেল ০২টি টাচ মোবাইল ফোন  ছিনতাই করে। এই ঘটনায় ছিনতাইকারীদের  বিরুদ্ধে শিবগঞ্জ থানার  মামলা রুজু হয়।

 

ছিনতাই এর ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে। মামলা দায়ের হওয়ার  পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মটর সাইকেল মোবাইল ফোন উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে  গ্রেফতার করে। 

 

রবিবার রাতে শিবগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনায় জড়িত ছিনতাই চক্রের শিবগঞ্জ থানার শ্যামপুর ওমরপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে ছিনতাইয়ের মূলহোতা মোঃ নাইম ইসলাম ( কানন) (২৬) শ্যামপুর বাজিতপুর গ্রামের  জুয়েল আলীর ছেলে  আজিজুল হক (২২) দুই জন কে ছিনতাইকৃত মোটরসাইকেল মোবাইল ফোন সহ  হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। 

 

ছিনতাইকারীর মূলহোতা মোঃ নাইম ইসলাম ( কানন) এর বিরুদ্ধে ইতি পূর্বেই ছিনতাই অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। 

 

বিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান,ছিনতাইকৃত মোটরসাইকেল মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে ছিনতাই এর সাথে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। 

 

ছিনতাকারী দুইজন  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই এর ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে।

 

ডিসিটি/ঢাকা/চান/ইহো/শেষ