English

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১০ ডিআইজির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১০ ডিআইজির শ্রদ্ধা
রাজধানী

উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে সদ্য পদোন্নতি পাওয়া ১০ কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।  শনিবার দুপুরে তারা গোপারগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত সমাধিস্থলে যান। তারা পুস্পমাল্য অর্পণের পর সুরা ফাতিহা পাঠ করেন। বঙ্গবন্ধু ও তার সঙ্গে নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। ডিআইজি পদোন্নতি পাওয়া কয়েকজন পুলিশ কর্মকর্তা বিষয়টি যুগান্তরকে জানান।

 শনিবার যারা বঙ্গবন্ধুর সমাধিস্থলে যান তারা সবাই ২০তম ব্যাচের কর্মকর্তা। তারা হলেন, সৈয়দ নুরুল ইসলাম, মোল্যা নজরুল ইসলাম, আনিসুর রহমান, জিহাদুল কবির, নূরেআলম মিনা, মাহবুবুর রহমান, ইলিয়াছ শরীফ, মিরাজ উদ্দিন আহম্মেদ, এসএম মোস্তাক আহমেদ খান এবং জামিল হাসান। এর আগে শুক্রবার ১৮তম ব্যাচ থেকে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 উল্লেখ্য, গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিআইজি পদে ৩২ জনকে পদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে পুলিশের বিসিএস ১৮তম ব্যাচের ১৬ জন এবং ২০তম ব্যাচের ১৬ জন রয়েছেন। ডিআইজি হিসেবে একসঙ্গে এত বেশি সংখ্যক পদোন্নতি বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথম।

সিটি/ জাতীয় / আরএ ,