রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ২৬ কেজি ‘স্বর্ণ পেস্ট’ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
সোমবার (১৭ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ারলাইনটির ফ্লাইট ই কে ৫৮৪-এ যৌথ অভিযান চালায় ঢাকা কাস্টম হাউজ এবং অন্যান্য সংস্থা। পরে এই পেস্ট আকারে অভিনব পন্থায় আনা স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, যৌথ অভিযানে এমিরেটসের বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণ পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি।
উদ্ধারকৃত স্বর্ণ পেস্টগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় সূত্র।
এছাড়া গতকাল রোববার (১৬ জুলাই) অপর এক অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকা স্বর্ণ পেষ্ট, স্বর্ণের বার এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা রোববার বিকালে বোর্ডিং ব্রিজে অবস্থান নেন। সেখান দুবাই থেকে আসা ফ্লাইট নং ই কে -৫৮৬ থেকে আসা যাত্রী যথাক্রমে বাগেরহাটের মশিউর রহমান রুবেল, মুন্সিগঞ্জের জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জের আকবর হোসেনকে এসকট করে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হলে তাদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।
পরবর্তীতে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে এক্স-রে করানো হলে তাদের রেকটামে ডিম্বাকৃতির ধাতব পদার্থের আছে বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে, বিমানবন্দরে উপস্থিত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই যাত্রীদের কাছ থেকে ৩.৬৭ (তিন দশমিক ছয় সাত) কেজি স্বর্ণ পেস্ট, ৩ টি স্বর্ণের বার এবং ৩০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি চল্লিশ লাখ টাকা। পরবর্তীতে, ওই যাত্রীদের বিরূদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।