English

বিজয়নগরে মাদকের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

বিজয়নগরে মাদকের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে এক কর্মশালা  বিজয়নগরে  উপজেলার প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আয়োজিত কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭শে জুন) সোমবার  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সকালে উপজেলার প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আয়োজিত কর্মশালায়   উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানীমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুমপ্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, ,এম,শামিউল হক চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ । 

তাছাড়া ও কর্মশালায় বিভিন্ন উপজেলার দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিতি ছিলেন।  কর্মশালায়   উপজেলার নির্বাহী অফিসার এ, এইচ, ইরফান উদ্দিন আহমেদ  দি ডেইলি সিটিজেন টাইমস প্রতিনিধি কে  বলেন, তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। সমাজ ও দেশকে আরও গতিশীল করতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। কিন্তু তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনের বিকল্প নেই। তবে মাদকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে অভিভাবকের গুরুত্ব অপরিসীম। আমরা আগে চিন্তা করবো মাদক কোন দিক দিয়ে আসে সে উৎসকে আগে বন্ধ করবো। তিনি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন  মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা  বাস্তবায়িত সহ আরও সতর্ক হয়ে দায়িত্ব পালনের আহবান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক আনন্দোলন গড়ে তুলার আহবান জানিয়ে বলেন যতদিন পর্যন্ত এই মাদক আমাদের সমাজ থেকে নির্মূল না হয় ততদিন আমাদের আন্দোলন চলমান অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের তরুণরা যেন মাদক নেশায় থেকে ফিরিয়ে আসে আর তাদের পরিবারে লোকজন যেন  স্বস্তি বোধ ভাবেই চলতে পারে। তাতেই আমাদের সমাজকে মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলতে পারব । তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে।