English

বহু মামলায় সাজাপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুজন মিয়া গ্রেপ্তার

বহু মামলায় সাজাপ্রাপ্ত  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুজন মিয়া গ্রেপ্তার
রাজধানী

নিবন্ধিত প্রাইমারী স্কুলে চাকরি দেয়ার নামে সারাদেশ থেকে কোটি কোটি হাতিয়ে নেয়া ভয়ানক প্রতারক একাধিক মামলায় সাজাপ্রাপ্ত মো. সুজন মিয়া ওরফে আপতু ওরফে কুতুবকে (৪১) গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। 

সোমবার (২৬ জুন) বিকেলে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সুজন মিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সরকারি কম্পিউটার পারসোনাল প্রকল্পের এমএলএসএস পদ থেকে বহিস্কৃত এবং বাংলাদেশ কর্মচারি কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি। সে সরসিংদী সদর থানার ৩৪৬ নং ভেলানগরের মৃত মোহাম্মদ জয়নাল উদ্দিন ও ফুল মেহের এর পুত্র।  

জানা যায়, নিবন্ধিত বেসরকারি ১ লাখ ২৬ হাজার প্রাইমারী স্কুলকে সরকার ২০১৩ সনে জাতীয়করণ করে। কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে জাতীয়করণ প্রক্রিয়ায় স্কুলগুলোর শিক্ষকগণের নিবন্ধন তালিকায় নতুন চাকরি প্রার্থীদের নাম অন্তর্ভূক্তি, সংশ্লিষ্ট স্কুল কমিটির কার্যবিবরণী এবং  পত্রিকা কর্তৃপক্ষকে না জানিয়ে সংঘবদ্ধচক্রটি ওই সময়ের তারিখে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে  করে  প্রাইমারী স্কুলে চাকরি দেয়ার নামে বিভিন্ন লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রকারক সুজন মিয়ার বিরুদ্ধে ২০১৭ সনে নরসিংদী জেলা জজ আদালতে একটি, নওগাঁ জেলা জজ আদালত ৩টি, কিশোরগঞ্জে ১টি, লক্ষীপুরে ২টি ও ময়মনসিংহে ২টি চেক ডিজঅনারের মামলা হয়। এসব মামলায় নওগাঁ দায়রা জজ আদালতে (পত্নীতলা) সিআর মামলা নং ২৮৩/সি, /২০১৯ দায়রা ২১৭৬/২০১৯ এবং সিআর মামলা নং ২৮৪/২০১৯ (পতিœতলা) ২১৭৭/২০১৯ মামলায় তার সাজা হলে  সে দীর্ঘ দিন থেকে সে পলাতক ছিল ।

পল্টন থানা পুলিশের এসআই মঞ্জুরুল ইসলাম গ্রেপ্রতা করে তাকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।