English

রেদোয়ানের মুক্তির দাবিতে ৫ দিনের কর্মসূচি এলডিপির

রেদোয়ানের মুক্তির দাবিতে ৫ দিনের কর্মসূচি এলডিপির
রাজধানী

নিজস্ব প্রতিবেদক

দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল শনিবার রাতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে পাঁচদিনের কর্মসূচি করার সিদ্ধান্ত নেয় এলডিপি।

কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ, আগামী বুধবার গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ এবং পরেরদিন বৃহস্পতিবার গণতান্ত্রিক কৃষকদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।

এ ছাড়া ২০ মে শুক্রবার গণতান্ত্রিক শ্রমিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ এবং ২১ মে শনিবার গণতান্ত্রিক আইনজীবী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।

বৈঠকে উপস্থিত ছিলেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।