English

নিজ বাড়ি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজ বাড়ি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
রাজধানী

নিজ বাড়ি থেকে উচ্ছেদ করার প্রতিবাদ এবং দখল হওয়া বাড়ি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে শহীদ মুক্তিযোদ্ধা মহিবুল্লাহ বীর বিক্রমের পরিবার। 

মঙ্গলবার (২৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে শহীদ মুক্তিযোদ্ধার পুত্রবধূ উম্মে জোহরা মৌসুমি বলেন, আমাদের সূত্রাপরের ১ নর্থ ব্রুক হল রোডের নিজ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বাড়িটি ফেরত পাওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহিবুল্লাহর বড় ছেলে মো. আলাউদ্দিন, পুত্রবধূ তসলিম আফরিন (বড়), বীর প্রতীক আব্দুল মালেক বাঘার বড় মেয়ে শিল্পী প্রমুখ।