আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে থানা পুলিশ ব্যাপক অভিযান শুরু করছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) আখাউড়ায় পৌরশহরের নারায়ণপুর বাইপাস ও খরমপুর বাইপাস এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
তাছাড়া এই অভিযানে সহযোগিতা করছেন ট্রাফিক সার্জেন্ট ও থানা পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রবেশ পথে খরমপুর বাইপাসের পাশে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের কাগজ পত্র যাচাই-বাচাই করছেন। যাচাই-বাচাইয়ের পর যাদের কাগজপত্র ঠিক পাওয়া যায়নি সেইগুলোকে আটক করে থানায় নিয়ে আর্থিক জরিমানা আদায় করা হচ্ছে।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধ কাগজবিহীন মোটরসাইকেল এবং জেলাশহর থেকে আসা মাদকসেবীদের প্রতিরোধ করার জন্যই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন শত শত মোটরসাইকেল সীমান্ত এলাকায় আসে মাদকসেবন করার জন্য। এসব মাদক সেবীদের বিরুদ্ধে মূলত এই অভিযান চলছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন,যেসব অবৈধ মোটরসাইকেল গুলোর কাগজ পত্র নেই, সেই মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। এরই মধ্যে জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে উপজেলার প্রবেশ মুখ খরমপুর বাইপাসের পাশে একটি চেকপোস্ট চৌকি বসানোর হয়েছে। আশা করছি আমরা এই অভিযানের মাধ্যমে যেমন অবৈধ মোটরসাইকেল রোধ করা যাবে, সেই সাথে বহিরাগত মাদকসেবীদেরও নিয়ন্ত্রণ করা যাবে।
উক্ত অভিযানে আটককৃত ২২টি অবৈধ মোটরসাইকেল থেকে ১ লক্ষ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।