English

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে নাশকতার আশঙ্কা নেই : র‌্যাব মহাপরিচালক

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে নাশকতার আশঙ্কা নেই : র‌্যাব মহাপরিচালক
সারাদেশ জাতীয় ঢাকা

মাদারীপুর প্রতিনিধি

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে কোনো নাশকতা, হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ‘গোয়েন্দা তথ্যসহ সকল তথ্য বিশ্লেষণ করে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে কোনো হামলা বা নাশকতার বিষয়ে সুর্নিদিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছি। তাছাড়া শুধু পদ্মা সেতুকে ঘিরেই নয় সারাদেশে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি। আমি জনসাধারণকে এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা নির্ভয়ে আসবেন। ইনশাআল্লাহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হবে।’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে আজ বুধবার দুপুরে তিনি সংবাদ সম্মেলনে এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, ‘নিরাপত্তা তল্লাশি চলমান থাকবে। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারাদেশের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোনো ধরনের অপরাধ করলে সাথে সাথে ব্যবস্থা নেবে র‌্যাব।’  

‘সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিটি সদস্য তৎপর আছে এবং র‌্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এবং সার্ভিস এরিয়া ২ এ র‌্যাবের পোশাকধারী সদস্যদের পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সমাবেশস্থল, টোলপ্লাজা, ফলক উন্মোচনসহ আশপাশে র‌্যাবের টহল তৎপরতা রয়েছে।’

তিনি বলেন, ‘অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল পেট্রল, বোট পেট্রল, অবজারভেশন ফোর্স থাকবে সার্বক্ষণিক। সেতুর দুই প্রান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট থাকছে। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এছাড়া সেতুর দুই প্রান্তে র‌্যাবের স্পেশাল কমান্ড টিম প্রস্তুত থাকবে। যেকোনো পরিস্থিতিতে আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছেন। যেকোনো পরিস্থিতিই মোকাবিলা করতে পারবে। পাশাপাশি আমাদের হেলিকপ্টারও প্রস্তুত থাকবে।’

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘এ সকল নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেতুর দুই প্রান্তেই র‌্যাবের মেডিকেল টিম থাকবে। যেকোনো প্রয়োজনে আমাদের সদস্য কিংবা জনসাধারণ কারও অসুস্থতা দেখা দিলে তারা আমাদের মেডিকেল টিমের সহায়তা নিতে পারবে।’

এর আগে র‌্যাবের মহাপরিচালক মাওয়া প্রান্ত এলাকা ঘুরে দেখেন। পরে হেলিকপ্টারযোগে শিবচরের বাংলাবাজার জনসভাস্থলে আসেন। সেখানে নির্মিত সভামঞ্চ পরিদর্শন করেন তিনি।