English

বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সহ একজন গ্রেপ্তার

বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সহ একজন গ্রেপ্তার
সারাদেশ

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ:

সিপিসি-, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-, রাজশাহী এর একটি চৌকস অপারেশন রবিবার রাত ০২:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা  গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: ইসমাইল (২৫)পিতা মো:মফিজুল ইসলাম  মাতা মোছা:খায়রুন নেছা সাং-বাগবাড়ি টোলা, থানা জেলা চাঁপাইনবাবগঞ্জ'কে বিস্ফোরক দ্রব্য ০৩কেজি ৪২০গ্রাম এবং কয়লা ০২কেজি সহ হাতেনাতে গ্রেফতার করে। 

 

সাম্প্রতিক সময় অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য  বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা সহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে ্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। বিশেষ গোয়েন্দা তথ্যর ভিত্তিতে নাশকতার সৃষ্টি এবং  বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) সংরক্ষণ করে রাখা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাজারের ব্যাগে  ০৩কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) এবং কয়লা ০২ কেজি উক্ত আসামের ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়


উপরোক্ত ঘটনায়  থানায়  জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


ডিসিটি/ওএল/এসএমকেএন/শেষ