প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বরের) প্রথম প্রহরে ৭৬টি মোমবাতি জ্বালিয়ে মঙ্গল কামনা করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লাউর ফতেহপুর ইউনিয়নের তরুণ রাজনীতিবিদ অরুণ চন্দ্র সাহা প্রিজন।
প্রিজন একজন উদীয়মান ব্যবসায়ী। তিন পুরুষ ধরেপ্রিজনের পরিবারের সদস্যরা লাউর ফতেহপুর বাজারে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন। প্রিজনের পুরো পরিবারই আওয়ামী ঘরনার। পরিবারের কেউ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও প্রিজন চান আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতিতে যুক্ত থেকে প্রধানমন্ত্রীশেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। প্রিজন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলেন। শেষ মুর্হুতে দলটির সিনিয়র নেতা মুজিবুর রহমান সওদাগরকে মনোনয়ন দেয়া হলেও নৌকার পক্ষে পুরো লাউরফতেহপুরে ব্যাপক প্রচার প্রচারণা করেন।
প্রিজন লাউর ফতেহপুর বাজার কমিটির সহসভাপতিও। এছাড়াস্থানীয় পূজা কমিটির অর্থ সম্পাদকও । প্রিজন আসন্ন লাউর ফতেহপুর ইউনিয়নের আসন্নআওয়ামী লীগের সম্মেলনে দলটির সহসভাপতি পদ প্রত্যাশী। এই বিষয়ে তরুণ আওয়ামী লীগ নেতা অরুন চন্দ্র সাহা প্রিজনএই প্রতিবেদককে বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। জননেত্রী শেখ হাসিনাআমার নেত্রী।আমি মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষ। আমি কাজ করে যেতে চাই মানুষেরকল্যাণে । আমি চাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে যাক, গ্রামথেকে গ্রামে। আমি শেখ হাসিনার কর্মী । নৌকা আমার প্রতীক। নৌকা যেখানে আমি সেখানে।আমি নৌকার কর্মী। সুতরাং যেকোন প্রয়োজনে আমি দলের প্রয়োজনে কাজ করে যাবো।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসাথেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গল কামনায় আজ মধ্য রাতে ৭৬টি মোমবাতি জ্বালিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবো। সবার আর্শীবাদ চাই।