শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গৃহবন্দী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ)।
আজ ১৫ নভেম্বর ২০২৩ (বুধবার) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত মিছিল করে সংগঠনটি।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জিসফ’র কেন্দ্রীয় সহ—সভাপতি মজিবর রহমান, খলিল মৃধা, যুগ্ম—সাধারণ সম্পাদক
ইঞ্জি. সুমন, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. স্বপন রানা, বিএনপি নেতা মোঃ শাহআলম, জিসফ’র অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (মানিক), শ্রম বিষয়ক সম্পাদক নূর ইসলাম সহ জিসফ মহানগর উত্তর—দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।