English

গ্রাহকের সঙ্গে সদাচরণে আন্তরিক হতে হবে: হোসেন পাটোয়ারী

গ্রাহকের সঙ্গে সদাচরণে আন্তরিক হতে হবে: হোসেন পাটোয়ারী
সারাদেশ রংপুর

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. হোসেন পাটোয়ারী বলেছেন, দুর্নীতি প্রতিরোধ, গ্রাহকের সঙ্গে সদাচরণ, পল্লী বিদ্যুতের ভাবমূর্তি উজ্জ্বলে সচেতন হতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শিল্প সংযোগ তরান্বিত, সেচ সংযোগ বেগবানে সচেষ্ট থাকতে হবে।

শনিবার (১৪ জানুয়ারি) নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিশেষ আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি সমিতিকে লাভজনক করার জন্য সিষ্টেম লস হ্রাসসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।

হোসেন পাটোয়ারী নীলফামারী পবিসের আওতাধীন ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া আশ্রয়ণ কেন্দ্র ও সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দুস্থ লোকদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির বোর্ড সভাপতি, বোর্ড পরিচালক জেনারেল ম্যানেজার ,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডিজিএম, এজিএমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।