এস, এম আকাশ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আটকে রেখে বাবা ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজন মৃধাকে বেধড়ক মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ওই ভিডিওতে বিশেষ ভুমিকায় থাকা রুমাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ মে) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ বিন কালাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রুমাকে মাঝকান্দি এলাকা থেকে মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, দুই মাস ধরে আসামি রুমা বিভিন্ন জেলায় জেলায় ঘুরে মঙ্গলবার সন্ধায় মাঝকান্দি এলাকায় আসলে তাৎক্ষনিক তাকে গ্রেফতার করে পুলিশ। ভিডিওতে মারপিটে অংশ নিতে দেখতে পাওয়া ১০ জনের মধ্যে রুমাসহ নয় জনকে এপর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১১ মার্চ পিতা-পুত্রকে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে বেধড়ক মারপিট করে রুমা ও তার ভাই কুতুবুদ্দিনসহ অন্তত ১০জন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
অপরদিকে ফরিদপুর-বরিশাল মহসড়কের তালমা মোড় এলাকা থেকে গত ৮ মে তারিখে একটি রড বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মো. বাবু মিয়া নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও লুন্ঠিক ট্রাকটি উদ্ধার করা হয়। উভয় আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।