- বগুড়া প্রতিনিধি: ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠে বগুড়া শহর। জুমআর নামাজের পর গোটা শহর ইসরাইল বিরোধী শ্লোগানে কেঁপে ওঠে । হাজার হাজার মুসলিম মুসজিদ থেকে বেরিয়ে ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেয়। বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে থেকে ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া’র বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি জিরো পয়েন্ট সাতমাথার উপর দিয়ে কবি নজরুল ইসলাম সড়ক মাড়িয়ে থানা মোড় হয়ে আবারও সাতমাথার উপর দিয়ে বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি আলহাজ¦ মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মমতাজ উদ্দিন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আল-আমিন প্রমূখ।
- সমাবেশে বক্তারা বলেন, “ইহুদীবাদী ইসরাইল যুগযুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম-নির্যাতন করে আসছে। তারা ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ করে তাদের বাড়ীঘর দখল করেছে। হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। বোমার আঘাতে হাজার হাজার ফিলিস্তিনি পঙ্গুত্ব বরণ করেছেন। হাজার হাজার বোন স্বামীহারা হয়েছেন। জনম দুখিনী মা তাদের সন্তান হারিয়েছেন। ইসরাইলী হানাদার বাহিনীর হামলার ভয়ে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনা ফিলিস্তিনিরা। যুগযুগ ধরে জুলুম-নির্যাতন সহ্য করে অবশেষে ফিলিস্তিনি মুসলমানরা যখন রুখে দাঁড়িয়েছে, ঠিক তখনি নিরপরাধ মুসলানদের ওপর বৃষ্টির মত বোমা বর্ষন করছে ইসরাইলী সেনারা। এমনকি ফিলিস্তিনিদের খাবার, পানি এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন অবস্থায় সারা দুনিয়ার মুসলমানদের মত বাংলাদেশের মুসলমানেরাও চুপ থাকতে পারেনা। আমরা এই বিক্ষোভের মাধ্যমে ইহুদীবাদী ইসরাইল এবং তাদের দোসরদের হুশিয়ার করে দিতে চাই- ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা অব্যাহত থাকলে বিশে^র মুসলমানরা ঘরে বসে থাকবেনা।” বক্তারা দুনিয়ার সকল মুসলমানদেরকে এক্যবদ্ধ হয়ে ইসরাইলী হামলা মোকাবেলার আহ্বান জানান। ওলামা-মাশায়েখ পরিষদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে। এদিকে, একই দাবীতে জুমআর নামাজ পর বিভিন্ন সংগঠন শহরে বিক্ষোভ মিছিল করেছে।
- ডিসিটি/ঢাকা/বও/আও/শেষ