English

বঙ্গবন্ধু লিঙ্গ বৈষম্য দূরীকরণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: ড.কলিমউল্লাহ

বঙ্গবন্ধু লিঙ্গ বৈষম্য দূরীকরণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: ড.কলিমউল্লাহ
জাতীয়

জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৫৮৩তম পর্ব অনুষ্ঠিত হয়।  জানিপপ কর্তৃক আয়োজিত  জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইউএন ডিজএ্যবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অনারারি ও প্রফেসর আবদুস সাত্তার দুলাল।

সেমিনারে  গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন,বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেসা,রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম,সফল নারী উদ্যোক্তা আমাতুন নূর শিল্পী ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, সহযোগী অধ্যাপক ফারহানা আকতার,কুস্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, জুয়েল আহমেদ , টঙ্গী থেকে স্কুল শিক্ষক মনির হোসেন,জানিপপ'র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি ও  পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,বঙ্গবন্ধু লিঙ্গ বৈষম্য দূরীকরণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

সুবীর কুশারী বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণে অল্প সময়ে আমরা স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছি।

অধ্যাপক ড.জেবউননেসা বলেন,জাতীয় উৎপাদনে নারীর অংশগ্রহণ আবশ্যক।

ফারহানা আকতার বলেন,নারী উন্নয়নে সরকারী ও বেসরকারীভাবে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে।

আমাতুন নূর শিল্পী বলেন, নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি'র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। 

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।