English

চলতি বছরের বাজেট অধিবেশন শুরু

চলতি বছরের বাজেট অধিবেশন শুরু
জাতীয়

জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ১২ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এটি একাদশ জাতীয় সংসদের চতুর্থ বাজেট অধিবেশন। এই অধিবেশনে আগামী জুন ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। এবারের অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৮ জুন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছিল।

সরকারের এর আগের দুইটি অর্থ বছরের বাজেট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই দেওয়া হয়। সংগত কারণেই ওই দুইটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছিল।

আগামী জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পর প্রস্তাবিত বাজেটের ওপর নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা আলোচনা করবেন। এর পর আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাশ হবে বলে জানা গেছে। বাজেট ছাড়াও এই অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন এবং এর আগে উপস্থাপিত কিছু বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।