English

বঙ্গবন্ধু ছিলেন ধারাবাহিক সংগ্রামে নেতৃত্বদানকারী একমাত্র সফল নেতা: ড.কলিমউল্লাহ

বঙ্গবন্ধু ছিলেন  ধারাবাহিক সংগ্রামে নেতৃত্বদানকারী একমাত্র সফল নেতা: ড.কলিমউল্লাহ
জাতীয়

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬০০তম পর্ব অনুষ্ঠিত হয়।  জানিপপ কর্তৃক আয়োজিত  জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবীর কুশারী।

বেস্ট অফ ওনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএনডিজিবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অনারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, কুস্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির ও জানিপপের ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্হ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন  ধারাবাহিক সংগ্রামে নেতৃত্বদানকারী একমাত্র সফল নেতা।

বীর মুক্তিযোদ্ধা সুবীর কুশলী বলেন, পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়ে আমরা বঙ্গবন্ধুর নেতেৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে এ রাষ্ট্রটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।

আব্দুস সাত্তার বলেন বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতেন। আমাদের উচিত নির্যাতিত নিপীড়িদের পাশে দাঁড়ানো এবং গণতন্ত্রের সুফল তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মে সঞ্চরণ করা।

প্রশান্ত কুমার সরকার বলেন, বঙ্গবন্ধুকে অধ্যয়ন করতে হবে গভীরভাবে।

সেমিনারে বক্তারা বলেন,বিশ্ব রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনব্যাপী সাধনার ফল।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি'র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।