English

আরবের ওমান জুড়ে ডানা মেলেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব

আরবের ওমান জুড়ে ডানা মেলেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব
প্রবাস

চট্টগ্রাম সংবাদদাতা:

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান জুড়ে ডানা মেলেছেন বলে জানিয়েছেন  ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক।

রোববার (২০ আগস্ট) ওমান টাইমস দেওয়া একান্ত  সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমানের বৃহত্তম প্রবাসী সম্প্রদায়ের একটি সংগঠন, এ সোশ্যাল ক্লাবটি বাংলাদেশী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা, এটি ১৯৯৫ সালে ওমানে যাত্রা শুরু করে। 

বাংলাদেশ সোশ্যাল  ক্লাবের  নতুন উইং খোলার সাথে সাথে তার পরিধি প্রসারিত হচ্ছে ব্যাপক আকারে।

সম্প্রতি ক্লাবটি  বৃহত্তর নোয়াখালী উইং এবং বৃহত্তর কুমিল্লা উইং নামে আরও দুটি উইং খোলার অনুমোদন পেয়েছে।

তিনি ওমান টাইমসকে আরও জানান,  ওমানে সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিন আহমেদ পিএসসি, বীর বিক্রম এবং আল নুমান তার মেয়াদে ক্লাবটি উদ্বোধন করেন।

সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও ক্লাবটি রক্তদান এবং দুর্দশাগ্রস্ত সম্প্রদায়কে সাহায্য করার মতো জনহিতকর কর্মকাণ্ডে নিযুক্ত রয়েছে।

ওমান অফ টাইমস বরাতে জানা যায় , সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় সম্প্রদায়ের প্রতি তাদের অবদানের স্বীকৃতি দিয়েছে এবং সম্প্রতি ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হককে তার সেবার জন্য সম্মানিতও করেছেন।

অতীতে, বাংলাদেশ সোশ্যাল ক্লাব শুধুমাত্র মাস্কাটে তার কার্যক্রমে মনোনিবেশ করেছিল, কিন্তু ২০১৭ সালে, সালালায় একটি নতুন শাখা খোলা হয়েছিল।

কমিউনিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে সোশ্যাল ক্লাব নতুন উইং খোলার দিকে মনোনিবেশ করছেন ক্লাবের চেয়ারম্যান  সিরাজুল হক।

ওমান টাইমসের মাধ্যমে আরও  জানা যায়, ক্লাবের চেয়ারম্যান থাকাকালীন তিনি সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে সালালাহ শাখা, বৃহত্তর নোয়াখালী শাখা, বৃহত্তর কুমিল্লা শাখা এবং মহিলা শাখা খোলার অনুমোদন লাভ করেন।

এবং  ক্লাবের সম্প্রসারণ পরিকল্পনায় সহায়তার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও

কমিউনিটির উন্নতির জন্য সহায়তা এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস মাস্কাটের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ওমান টাইমসকে তিনি জানান, সুষ্ঠুভাবে কাজ করার জন্য, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিখুঁত সম্প্রীতিতে কাজ করে যাচ্ছে।

সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং নিয়ম-কানুন এবং সুলতানি অব ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার জন্য বাংলাদেশ সোশ্যাল ক্লাব বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করে।

এছাড়াও মানি লন্ডারিং প্রতিরোধ এবং যথাযথ চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের তাদের দেশে অর্থ পাঠাতে উত্সাহিত করতে, বাংলাদেশ দূতাবাস মাস্কাট এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব গালফ ওভারসিজ এক্সচেঞ্জের সহযোগিতায় সম্প্রতি ওমানের বিভিন্ন স্থানে সেমিনারের আয়োজন করেছে।

টাইমস এর বরাতে জানা যায়, সিরাজুল হকের উদ্যোগে  বাংলাদেশ দূতাবাস মাস্কাট, ন্যাশনাল ব্যাংক অফ ওমান (এনবিও) এবং গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের সহযোগিতায় ‘সে না টু হুন্ডি’ অনুষ্ঠানসহ ওমানের জাতীয় দিবস উদযাপন, বাংলাদেশের বিজয় দিবস, বৈশাকি মেলা (বাংলা নববর্ষের প্রথম দিন), গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং টিটেন ক্রিকেট টুর্নামেন্ট হল ক্লাব কর্তৃক আয়োজিত প্রধান বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন।

ওমানের ব্লাড ব্যাংকের আহ্বানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি একটি রক্তদান শিবিরের আয়োজন করতে যাচ্ছে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক বৃহত্তর চট্টগ্রাম উইং, স্পোর্টস উইং এবং যুব উইং এর মতো আরও কয়েকটি উইং খোলার বিষয়টি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সক্রিয় বিবেচনাধীন রয়েছে ওমান অব টাইমসকে জানান।