আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার পৌরশহরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো মাধ্যমেই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সকালে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমেই কার্যক্রম উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীকে এ ট্যাবলেট বিনামূল্যে খাওয়ানো হবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ও শিক্ষকদের সহযোগিতায় বিদ্যালয়ে গিয়ে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান, ডা. জহির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিরালাল সাহা, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দি ডেইলি সিটিজেন টাইমস ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশীষ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, শিক্ষক কাজল দেবনাথ স্বাস্থ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন, মো. শিরু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে উৎসবমুখর পরিবেশে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।