English

১৭ ব্যক্তিকে স্পেশাল ট্রিবিউট প্রদান মিশিগান সিনেট কমিটির

১৭ ব্যক্তিকে স্পেশাল ট্রিবিউট প্রদান মিশিগান সিনেট কমিটির
প্রবাস

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ডিজিটাল-স্মার্ট দেশ গড়ে তোলার স্বপ্ন দ্রষ্টা শেখ হাসিনা এবং রাষ্ট্রের ১৭ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে স্পেশাল ট্রিবিউট (বিশেষ সম্মাননা) প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেট কমিটি।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে শুক্রবার (১০ মার্চ) দুপুরে মিশিগান রাজ্যের রাজধানী লেন্সিংয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় দেয়া এই বিরল সম্মাননা গুলো গ্রহণ করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বি আলম এবং সংশ্লিষ্ট পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী।

বিশ্ব নারী দিবস ও বঙ্গবন্ধু কমিশন আযোজিত নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনারকে সমন্বয়ন করে এই সম্মাননা দেয়া হয়েছে.মিশিগান রাজ্য সভার (পার্লামেন্ট) প্রভাবশালী সিনেটর ও ডেমক্রেটিক পার্টি নেতা পল ওয়াজনোর কাছ থেকে এসব সম্মাননা গ্রহণ করা হয়েছে.এসময় ডক্টর রাব্বি বক্তব্য দেন এবং সিনেটরদেরকে ধন্যবাদ প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্যান্য সম্মাননা প্রাপ্তরা হলেন- জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী,জাতীয় সংসদের উপ নেতা মতিয়া চৌধুরী,শিক্ষা মন্ত্রী দিপু মনি,ডাক্তার রোকেয়া সুলতানা,ফরিদুন নাহার লাইলী,ড.শাম্মি আহমেদ,রাবেয়া আলিম,মোচ্ছাম্মত রাহিমা বেগম,সুজিত রায় নন্দী, রিজভী আলম,বীর মুক্তিযে|দ্ধা ডাক্তার এস এ মালেক (মরণোত্তর),বীর মুক্তিযে|দ্ধা ডাক্তার রওশন আজম,র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‌্যাব), ডা. ইউনুস আলী খান ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেল।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন বিরল সম্মানে ভূষিত করার খবর ইতিমধ্যে চাউর হওয়ায় মিশিগানের প্রবাসী নেতাকর্মী ও সাধারণ বাংলাদেশিরা বেজায় আনন্দে উদ্বেলিত জানা গেছে। চলতি মাসেই ডক্টর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের হাতে আনুষ্ঠানিক এই বিরল সম্মাননা পত্র তুলে দেবেন।