English

তুরস্কে আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তুরস্কে আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক

একের পর এক ভূমিকম্পে আক্ষরিক অর্থেই কেঁপে উঠছে তুরস্ক ও সিরিয়া। আজ মঙ্গলবার স্থানীয় সময় ৩টা ১৩ মিনিটে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের গোলবাসি শহরে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, তুরস্কের গোলমাসি থেকে ১০ কিলোমিটার দূরে ২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পনের উৎপত্তিস্থল। খবর বিবিসির

তবে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুসারে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তাদের হিসাব অনুসারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা আরও বেশি ছিল।

উল্লেখ্য, সোমবার তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।