English

রাশিয়া থেকে ক্ষতিপূরণ পেতে ‘নতুন কৌশল’ জেলেনস্কির

রাশিয়া থেকে ক্ষতিপূরণ পেতে ‘নতুন কৌশল’ জেলেনস্কির
আন্তর্জাতিক

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রুশ বাহিনী দেশটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সামরিক-বেসামরিক অসংখ্য অবকাঠমো, স্থাপনা রুশ বাহিনীর বোমাবর্ষণে নিচিহ্ন হয়ে গেছে।রাশিয়ার কাছ থেকে অবকাঠামো ধ্বংসের ক্ষতিপূরণ পেতে মিত্র দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক একটি চুক্তি প্রণয়নের কৌশলের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তি করার ফলে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে তাদেরকে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

জেলেনস্কি বলেন, মিত্র দেশগুলোকে নিয়ে আমরা বহুপাক্ষিক একটি চুক্তি এবং একটি কর্মপন্থা সৃষ্টি করব। এর ফলে রাশিয়ার ধ্বংসযজ্ঞের শিকার দেশগুলো ক্ষতিপূরণ পাবে।এই চুক্তির ফলে সাক্ষরকারী দেশগুলোতে থাকা রাশিয়ার ফান্ড এবং সম্পদ জব্দ করা যাবে। সেগুলো সমন্বয় করে বিশেষ ক্ষতিপূণ তহবিল পরিণত করা হবে।

জেলেনস্কি বলেন, এটা করা ন্যায্য হবে। এটা করলে রাশিয়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি বোমা এবং গোলার মূল্য বুঝতে পারবে। সূত্র: রয়টার্স