অনলাইন ডেস্ক
মার্কিন নেতৃত্বাধীন
সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে বারবার সতর্ক করছে রাশিয়া। তবে এ
বিষয়ে ভীত নয় ফিনল্যন্ড।
শনিবার ফিনল্যান্ডের
প্রেসিডেন্টের সাথে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,
ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া হবে ভুল সিদ্ধান্ত।
তবে রাশিয়ার এমন
হুমকিতে মোটেও ভীত নয় ফিনল্যান্ড। অস্ট্রেলিয়ান গণমাধ্যম স্কাই নিউজের এক
প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন দেশটির ইউরোপীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী টিট্টি
টুপ্পুরাইনেন। তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে কোনো নোংরা পদক্ষেপ নিলে তা শক্ত হাতে
মোকাবিলা করা হবে। এ বিষয়ে আমরা আতঙ্কিত নই।’
নিজ দেশের সাময়িক
শক্তির বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘ফিনল্যান্ডের শক্তিশালী সেনাবাহিনী আছে।
দেশটির দ্রুত ৬০টি এফ-৩৫ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আমরা পুরোপুরি অস্তশস্ত্রে
সজ্জিত, আমরা ন্যাটো জোটের বড় সম্পদ হব।’