English

পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যবহার করতে হচ্ছে: প্রধানমন্ত্রী

পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যবহার করতে হচ্ছে: প্রধানমন্ত্রী
জাতীয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপণ্যসহ বিশ্বে সবকিছুর দাম বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তাই এখন রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্য দেশগুলোও তাই করছে।’

শনিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের জন্য সব কিছুর দাম বাড়ছে। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে।’

সারা বিশ্বে খাদ্যাভাব চলছে এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি।’

সরকারপ্রধান বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।’

দেশের মানুষকে করোনার টিকা দেওয়ার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা বিনা পয়সায় সবাইকে কোভিডের টিকা দিয়েছি রিজার্ভ ব্যবহার করে। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। 

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলকেই সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। প্রত্যেককেই উৎপাদনের সাথে জড়িত থাকতে হবে। কারোর সামান্য জমিও যাতে খালি পড়ে না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, ভৌগলিক দিক থেকে আমরা ছোট একটি ভূখণ্ড। তবে আমাদের জনসংখ্যা বেশি। তাই আমাদের দ্বিগুণ-তিনগুণ বেশি খাদ্য উৎপাদন করতে হবে।

প্রতিটি গ্রামে শহরের মতো সুযোগ-সুবিধা করে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রামেও শহরের মতো সুযোগ-সুবিধা দিতে সরকার কাজ করে যাচ্ছে। যেখানে সেখানে বাড়িঘর করে যাতে ফসলি জমি নষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 

এ ক্ষেত্রে যুব সমাজের অবদান ও সমবায়ের গুরুত্বও তুলে ধরেন তিনি বলেন, জীবন জীবিকা উন্নত করার জন্য প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা থাকতে হবে। সেক্ষেত্রে সেই সুযোগটা আমরা করে দিতে চাই।

সরকার জ্বালানী সংকট মেটাতে সোলার প্যানেলের উপর জোর দিচ্ছে এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা আছে নেপাল ও ভুটানের সাথে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ চাহিদা মেটানোর।

জাতির পিতার আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ করোনা যুদ্ধ সফলভাবে মোকাবেলা করেছে। সমবায়কে আরও শক্তিশালী করতে উৎপাদন ও সঞ্চয়ের ওপর জোর দেন।