English

পিরোজপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
সারাদেশ বরিশাল

পিরোজপুর প্রতিনিধি:

নানা আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে পিরোজপুরে জেলা তথ্য অফিস। 

বৃহষ্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের উপ পরিচালক লেলিন বালা স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ১৫ আগস্ট ২০২৩ প্রকাশিত 

প্রধানমন্ত্রীর লেখা “বেদনায় ভরা দিন” ফিটারটি পাঠ করেন। 

অনুষ্ঠানে “বাঙালির কালোরাত” ডকুমেন্টারিটি প্রদর্শন ও সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়। শেষে অংশ্রগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিফট ইনচার্জ (দিবা) দ্বীলিপ কুমার মৃধা, শিফট ইনচার্জ (মর্নিং) রীতা রাণী বলসহ তিন শত এর অধিক শিক্ষার্থী অংসগ্রহণ করে এবং প্রত্যেক শিক্ষার্থীকে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।