English

নির্বাচন কমিশন অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা

নির্বাচন কমিশন অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা
রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :

বাম গণতান্ত্রিক জোট গতকাল রোববার সকালে রাজধানীর পল্টনের মোড় থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে এগুতে থাকলে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। এ সময় বাম জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। বাম জোটের কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ কর্মীদের ওপর হামলা চালায়। এতে বাম জোটের কয়েকজন কর্মী আহত হয়।পুলিশের বাধার মুখে  বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ সেখানেই বসে পড়েন এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম জোটের বর্তমান সমন্বয়ক ইকবাল কবীর জাহিদ। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) এর সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন, বাম জোট নেতা নজরুল ইসলাম। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি’র সভাপতি শাহ্ আলম, বাসদ নেতা রাজিকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ, বাসদ (মার্কসবাদী)নেতা সীমা দত্ত প্রমুখ। সমাবেশের বক্তারা কঠোর সমালোচনা করে বলেন, সরকার বিরোধী রাজনৈতিক দলসমূহের দাবির প্রতি কর্ণপাত না করে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যা সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের এবং সংসদ ভেঙে দেয়ার জোর দাবি জানান। নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারসহ গোটা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন এবং বলেন, এখনো সময় আছে জনগণের দাবি মেনে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অবিলম্বে একতরফা নির্বাচনের আয়োজন বন্ধ করুন। তা না হলে দেশ এক কঠিন রাজনৈতিক সংকটের মধ্যে নিপতিত হবে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নির্বাচন কমিশন কার্যালয় দিকে অগ্রসরমান মিছিলে বাধা দেয়া এবং কর্মীদের ওপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পাশাপাশি, ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত রাজনৈতিক সভা সমাবেশের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বাম জোট নেতৃবৃন্দ দৃঢ় কন্ঠে বলেন, ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাম জোট নেতৃবৃন্দ রাজপথে জনগণের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসিটি/ওএল/এসএমকে/শেষ